►Mobile_Price ►Sex_Helth_tips ►BD_Mobile_Price_List ►FMRadio ►Home

May 11, 2012

[All in one] 11/24/2011 11:57:00 PM

জাকরিয়া ভূঁইয়াতারকাদের ব্যাক্তি জীবন নিয়ে সাধারণ মানুষের এমনিতেই কৌতুহলেরসীমা থাকে না আর যখন সেটা যৌন আবেদনের বিষয় হয় তখন তা হয়ে যায় জাতীয় আলোচ্য বিষয়, সাম্প্রতিক সময়ে এর কিছু চিত্র আমরা দেখেছি। প্রথম আলোচনার ঝড় তুলেন বাংলাদেশের সম্ভাবনাময় মডেল ও টিভি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও রাজিবের ভিডিও স্ক্যান্ডাল এরপর দেখি টিভি উপস্থাপিকা চৈতি ও ওয়েষ্টান ধাঁচের পপ সিঙ্গার মিলার খোলামেলা ভিডিও চিত্র এবং এ ধারাবাহিকতার সর্বশেষ সংস্করনে আসে সবেমাত্র কৈশোর পেরুনো তরুনী গায়িকা পড়শীর ভিডিও স্ক্যন্ডাল যার বয়স মাত্র ১৫ বছর এবং যে কিনা নবম শ্রেনীতে অধ্যায়নরত। মিষ্টি চেহারা ও সুন্দর গায়কীর জন্য  প্রথম এ্যালবাম প্রকাশের পর থেকেই দারুন দর্শকপ্রিয়তা অর্জন করে পড়শী । তাই বলে তারকা জীবনের শুরুতেই সময়ের নষ্ট চোরাবালীতে হারিয়ে যাবে একজন প্রতিভাবান শিল্পী তা কিছুতেই মেনে নেয়া যায়না। কেন এত সহজে প্রকাশিত হচ্ছে এসব তারকা অভিনেত্রী ও শিল্পীদের অশ্লিল ভিডিও চিত্র  এ বিষয়ে তাদের নিজস্ব চিন্তা ভাবনা কি? আর উর্ধতন কর্তৃপ কেনইবা এত নিশ্চুপ!এর কি কোন প্রতিকার নেই...? প্রশ্ন অগনিত রুচিশীল মানুষের।

বিদ্র-নিচে পাঠকদের মতামত ও বিস্তারিত জানার জন্য একটি ফেইস বুক লিংক দেয়া হলো


--
Posted By Blogger to All in one at 11/24/2011 11:57:00 PM